2 C
London
Thursday, January 29, 2026

পূজনীয় গুরুদেবের জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

রাজকুমার সরদার, সভাপতি, হিন্দু মিলন সঙ্ঘ

আজ 11 ই মে 2022 আমার গুরুদেব পরম পূজ্য তপন কুমার ঘোষ মহাশয় এর শুভ জন্মদিন।

আজ থেকে 69 বছর আগে অর্থাৎ 1953 সালের 11 ই মে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এই মহামানব। তখনো কেউ বুঝে উঠতে পারেনি যে এই শিশুটি আগামী দিনে সমস্ত হিন্দুর হৃদয় জুড়ে বাসস্থান নির্মাণ করে নেবেন।

আপনাদের সবারই জানা কারো অজানা নয় আমার গুরুদেব পরম পূজ্য স্বর্গীয় তপন কুমার ঘোষ মহাশয় হিন্দুত্বের কৃতকার্য। তাই আমি বিশেষ কিছু লেখার মত অবস্থাতে নেই।অবশেষে উনার প্রাণ কেড়ে নিলেন মহামারী করোনাভাইরাস 12 ই জুলাই 2020 সাল। আজকের পশ্চিমবাংলার হিন্দু অভিভাবকহীন অবস্থায়। পশ্চিমবঙ্গের হিন্দু একদিন তপন ঘোষ নামক বিরাট বড় বৃক্ষের ছায়ার তলায় বসবাস করছিলেন। আর তখন পশ্চিমবঙ্গের বেশি সংখ্যক হিন্দু তপন ঘোষ নামক বটবৃক্ষকে চিনতে পারেননি। আর যারা খুব কাছে ছিল তারা কেবল ধান্দাবাজি আর নিজের স্বার্থের জন্য বেইমানি করতেও পিছপা হয়নি। আর আজযখন সেই বটবৃক্ষটি মারা গেছেন তখন সবাই হায় হায় করছে।

Image
Image 1
Image 2

আজ আমি আমার গুরুদেব পরম পূজ্য মাননীয় তপন কুমার ঘোষ মহাশয় জন্মদিনে ওনার থেকে আশীর্বাদ প্রার্থনা করলাম আগামী দিনে যেন নিঃস্বার্থভাবে সততার সঙ্গে আপনার দেখানো পথে হিন্দু রক্ষার সৈনিক হয়ে স্বর্গলোকে আপনার চরণ স্থলে ঠাঁই পাই।।

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here