2 C
London
Thursday, January 29, 2026

আত্মরক্ষা হিন্দুর জন্মগত অধিকার

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

একটা কুকুর বা বিড়ালও তো আত্মরক্ষা করতে চেষ্টা করে, আর তোমরা তো মানুষ!কেন ভুলে যাও, #আত্মরক্ষা তোমার জন্মগত অধিকার। আর অধিকার কি বিনা লড়াইয়ে অর্জন করা যায় ভাই…?তাই আর দেরি নয়, দাঙ্গাবাজ #জেহাদি‘দের মোকাবেলায় এবার সম্পূর্ণ প্রস্তুতি নিতে শুরু কর। যার যা আছে, তাই দিয়েই ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো। মনে রাখবে এ তোমার অস্তিত্ব রক্ষার লড়াই। তোমার ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার প্রশ্ন। প্রশ্ন জান-মাল-মহিলাদের ইজ্জতের। সওয়াল আমাদের জন্মভূমি সুরক্ষিত করার।Survival for the fittest – #বীরভোগ্যা_বসুন্ধরা। লড়াই কর, বীর হও – পৃথিবী ভোগ কর। নতুবা…. পরাধীনতার দাসত্বশৃঙ্খলে আবদ্ধ হয়ে ঘৃণার সাগরে নিক্ষিপ্ত হও। পৃথিবীর মাটি থেকে মুছে যাও। হও শূন্যে বিলীন।আর সেই লড়াই – শুধুমাত্র ভোটের লাইনে পনের মিনিট দাঁড়িয়ে একটি বোতাম টেপা নয়। কিংবা কোন রাজনৈতিক দল সহ পুলিস প্রশাসনের প্রতি বৃথা আঙ্গুল তুলে বা অযথা ভরসা করেও নয়। রিতিমত জেহাদের ময়দানে বুক চিতিয়ে ইঁটের জবাব পাথরে দেওয়ায়। নিজেদের রক্ত দিয়ে হলেও দিকে দিকে জেহাদিদের জেহাদের শখ চিরিদিনের মত ঘুচিয়ে দাও। মা কালী তোমাদের সহায় হবেন।এবার ভেবে দেখো…. কি করতে চাও? মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে বাঁচবে? না, গোলামী আর দাসত্বের অন্ধকারে নিজেকে তিলে তিলে শেষ করে ইতিহাসে করুনার অংশীদার হবে…??শ্রী Tapan Ghosh…

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here