বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় আয়োজিত সংস্কৃত শিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করল হিন্দু মিলন সংঘ। সংঘের পক্ষে উপদেষ্টা ও ডায়মন্ড হারবার কোর্টের আইনজীবী শ্রী তপন বিশ্বাস মহাশয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গত ৭ ও ৮ অক্টোবর, ২০২৩ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইন্সটিউট, বেলুড় মঠের সংস্কৃত ও দর্শন বিভাগ দুই দিন ব্যাপী এই কর্মশালার আয়োজন করেছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে স্বামী আত্মপ্রিয়ানন্দ, প্রো-চ্যান্সেলর, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইন্সটিউট, বেলুড় মঠ ও স্বামী জপসিদ্ধানন্দ, বিভাগীয় প্রধান, সংস্কৃত ও দর্শন বিভাগ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইন্সটিউট, বেলুড় মঠের স্বাক্ষরিত শংসাপত্র তুলে দেওয়া হয়।

