2.7 C
London
Thursday, January 29, 2026

গোপাল মুখোপাধ্যায় স্মরণ দিবস পালন করল হিন্দু মিলন সংঘ

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

অন্যান্য বছরের মত এই বছরেও ১৬ আগস্ট ১৯৪৬-এর কলকাতা গণহত্যা ও তাতে হিন্দু প্রতিরোধের নায়ক শ্রী গোপাল মুখোপাধ্যায়কে স্মরণ করল হিন্দু মিলন সংঘ। লক্ষ্মীকান্তপুরের ওয়েলকাম গেস্ট হাউসে দুপুর দুটো থেকে বিকাল পাঁচটা এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে ভারতমাতা, স্বামী বিবেকানন্দ, গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ও হিন্দু নেতা শ্রী তপন কুমার ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। তারপরে প্রথম ভাষণ দেন শ্রী রাজা দেবনাথ, বিশিষ্ট হিন্দুত্ববাদী লেখক। তিনি তাঁর ভাষণে হিন্দুসমাজকে কর্তব্য সম্পর্কে সচেতন করে দেন। তাঁর পরে ওজস্বী ভাষণ দেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী শ্রীমৎ আধ্যাত্মানন্দ মহারাজ। তিনি তাঁর ভাষণে হিন্দুসমাজ রক্ষায় ভারত সেবাশ্রম সংঘ, তার প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দের ভূমিকা, ১৯৪৬এর কলকাতা গণহত্যা ও তাতে হিন্দু প্রতিরোধের নায়ক গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের বিষয়ে আলোচনা করেন।

এর পরে সংক্ষিপ্ত ভাষণ দেন হিন্দু মিলন সংঘের সহ-সভাপতি শ্রী শঙ্কর সর্দার। তারপরে হিন্দু মিলন সংঘের প্রতিষ্ঠাতা তথা সভাপতি মাননীয় শ্রী রাজকুমার সরদার মহাশয় তাঁর জ্বালাময়ী ভাষণে আগত হিন্দুদের কর্তব্য সম্পর্কে স্মরণ করিয়ে দেন। হিন্দু মিলন সংঘের উপদেষ্টা তথা সভার সঞ্চালক শ্রী তপন কুমার বিশ্বাসের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার কাজ শেষ হয়।

সভায় আগত কর্মী ও সমর্থকরা আগ্রহের সঙ্গে বুকস্টল থেকে বিভিন্ন বই কেনেন।

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here