পশ্চিমবঙ্গের নির্ভয়া কাণ্ডে পৃথিবীর বিভিন্ন দেশ তথা ভারত বর্ষ উত্তাল পরিস্থিতি। নির্ভয়া কাণ্ডের বিচারের দাবিতে যখন গোটা পৃথিবীব্যাপী আন্দোলন চলছে সেই সময় আবারো ঘটে গেল আরও একটি ঘটনা।
শকুন্তলা বৈদ্য (পরিবর্তিত নাম) জয়নগর বকুলতলা থানা ।০৩/০৯/২০২৪ তারিখে রাত্রে আনুমানিক আটটার সময় রাস্তা দিয়ে ৪৯ বৎসরের মহিলা যাচ্ছিলেন। এমন সময় রাস্তার কাছে বসবাসকারী নিমপীঠের আলাউদ্দিন শেখ বাবা জলিল মোল্লা মেয়েটির উপরে অসৎ উদ্দেশ্য নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং শ্রীলতা হানি করেন। কোনক্রমে মেয়েটি বেঁচে গেলেও সকাল থেকে তার বুক যন্ত্রনা শুরু হয় বলে সূত্রের খবর। পরবর্তীতে মহিলা থানাতে অভিযোগ জানান ০৪/০৯/২০২৪ দুপুরবেলা পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেননি । অবশেষে জানতে পেরে আমাদের হিন্দু মিলন সংঘের ছেলেরা মেয়েটির সঙ্গে থানাতে যান। এখনো পর্যন্ত আমাদের ছেলেরা থানাতে অপেক্ষা করছে। পুলিশ চাপে পড়ে বকুলতলা থানা মেয়েটিকে এখন বারুইপুর হসপিটালে নিয়ে গেছেন মেডিকেল টেস্ট এর জন্য। তাই হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে আমাদের কার্যকর্তাদের ধন্যবাদ জানিয়ে দক্ষিণ ২৪ পরগনা বারইপুর জেলার এসপি এবং বকুলতলা থানার ওসির কাছে অনুরোধ আপনি দোষী ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।
পুনশ্চ: হিন্দু মিলন সংঘের আহবানে সাড়া দিয়ে বকুলতলা থানার অফিসার আসামিকে এরেস্ট করেছেন গতকাল (০৪/০৯/২০২৪) রাত্রে ও আজ (০৫/০৯/২০২৪) তাকে কোর্টে তোলা হয়েছে।। তাই বকুলতলা থানার পুলিশ প্রশাসনকে হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে অনুরোধ করছি যত তাড়াতাড়ি এই কেসে চার্জশিট জমা দেন তার জন্য। নির্যাতিতা মহিলাকে যাবতীয় আইনি সাহায্য হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে করা হচ্ছে।
