হাওড়া শ্যামপুরে কমল পুর হাট।কমল পুর শ্যামপুরের শেষ স্টপেজ। এখানে একটি ব্যবসায়ী সমিতির আয়োজিত পুজোয় প্রতি বছর বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়। এ বছর থিম ছিল বিভিন্ন মনীষী। মঞ্চে বিভিন্ন মনীষীর ছবি টাঙানো ছিল যাতে শিশুরা ওই মনীষীদের সম্বন্ধে ছোটবেলাতে জানতে পারে। এবার ওই মনীষীদের মধ্যে বিশ্ব নবীর ছবিও ছিল। এটা দেখে স্থানীয় মুসলিমরা আপত্তি জানায়। তখন ক্লাবের কর্মকর্তারা ওই ছবি খুলে নেয়। এবারে মুসলিমরা পুজো মণ্ডপ সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়।

পাঁচটি পূজো মণ্ডপ ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেয় মুসলমানেরা। তরোয়াল লাঠি সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। থানা ও ভাঙচুর করেন বড়বাবুর মাথা ফাটিয়ে দেন বলে খবর।
যারা বলছে হিন্দুরা মাঠে নেমে প্রতিরোধ করছে সম্পূর্ণ মিথ্যা প্রচার। এখনো পর্যন্ত হিন্দুরা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ।।

রইল ভিডিও: https://www.facebook.com/share/v/TgjqcPRDsvL2iAja/