2 C
London
Thursday, January 29, 2026

‘১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ‘ ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

কলকাতা: বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গিকে গ্রেফতার হয়েছে। গত দুদিনে ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত ৮ জনের মধ্য়ে ২ জন মুর্শিদাবাদের বাসিন্দা। ধৃত জঙ্গিদেরকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য ! এদিন সাংবাদিক সম্মেলন করল একাধিক তথ্য সামনে আনল রাজ্য পুলিশ।

 ‘ স্থানীয় যুবকদের উৎসাহ দান’

জানা গিয়েছে, ‘রাজ্য পুলিশের STF একটা জরুরি ইনপুট আসে,  বাংলাদেশের নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন, এই রাজ্যেকে কোনও একটা জায়গায় স্লিলাপ সেল তৈরি করেছে। এবং নাশকতামূলক কার্যকলাপে স্থানীয় যুবকদের,  যাতে অংশীদার করা যায়, সেই ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। এই ইনপুটটার উপর রাজ্যপুলিশের STF করছিল। দিন তিনেক আগে আমাদের কাছে, আসাম পুলিশের তরফে STF এর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা একটি ইনপুট পান।  এবং তাঁরা আমাকে জানান, আসামে STF একটি কেস করেছে। এবং এখানে এই যে স্লিপার সেলের বিষয়ে আমরা খোঁজ খবর চালাচ্ছিলাম, সেই খবর তাঁদের কাছেও আছে। এবং তাঁরা জানতে পেরেছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে স্লিপার সেলের দুই জন সদস্য সক্রিয় আছে।’

  স্লিপার সেলের কাজ কী ছিল ?

‘এই খবর পাওয়ার পরেই গত ১৮ তারিখ সকালবেলা,  রাজ্য পুলিশের STF এবং আসাম পুলিশের যৌথ একটি টিম, মুর্শিদাবাদের হরিহর পাড়ায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে। তাঁদের নাম মণিরুল শেখ (৪৮) ও মহম্মদ আব্বাস আলি (২৯)। তাঁদের বাড়ি থেকে তল্লাশি করে বই, মোবাইল ফোন, পেনড্রাইভ এবং কিছু নকল পরিচয়পত্র পাওয়া গিয়েছে। এই দুইজনকে আসাম পুলিশ তাঁদের কেসে আসামে নিয়ে গিয়েছে। এবং ওই একই দিনে, আসাম থেকে ৫ জন, কেরালা থেকে ১ জন গ্রেফতার হয়েছে। মোট ৮ জনের এই স্লিপার সেল ছিল। যার তিনটি রাজ্য কাজ করছিল। পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরালা। মূলত এই স্লিপার সেলের উদ্দেশ্য ছিল ভারতে নাশকতামূলক কাজে স্থানীয়দের উদ্ভূত করা এবং যাতে তাঁরা এই সংগঠনে যোগ দেয়’ !

 ‘১০-১২ বাচ্চাদের নিয়ে চালু করেছিল মাদ্রাসা..’

‘মণিরুল শেখ একটা ছোট মাদ্রাসা চালিয়েছেন। খুব সম্প্রতি শুরু করেছিলেন ১০-১২ বাচ্চাদের নিয়ে।  মহম্মদ আব্বাস আলি হলেন একটি মোটর পাম্পের মেকানিক। এই আব্বাস আলি ২০১৮ সালে, একজন নাবালিকা অপহরণ করে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত ছিলেন। তিনি দুই বছর জেলও খেটেছেন। আসাম ও আমাদের রাজ্য পুলিশের STF যৌথভাবে তদন্ত চালিয়েছে। …এই ইসলামিক জঙ্গি সংগঠনের কার্যকলাপ বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছে। এই সংগঠনটি একাধিক ব্লগারকে হত্যা করেছে ২০১৩ এবং ২০১৫ তে।

সূত্র: এবিপি লাইভ

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here