2.7 C
London
Thursday, January 29, 2026

মথুরাপুর ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার বিচারের জন্য লড়ছে হিন্দু মিলন সংঘ

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

আপনি(হিন্দু) কি আপনার পাড়ার দোকানে আপনার ছোট্ট বাচ্চা মেয়ে পাঠান দৈনন্দিন সামগ্রী কেনার জন্য ?
তবে সতর্ক হবেন

গত ১২ ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে পাড়ার দোকানে জিনিস কেনার জন্য পাঁচ বছরের মেয়ে পাঠান মা। আসতে দেরী দেখে ওই দোকানের কাছে গিয়ে দেখতে না পেয়ে মেয়ের নাম ধরে ডাকাডাকি করে। কিছুক্ষণ পরে মেয়ে বেরিয়ে আসে ওই দোকানদারের বাড়ী থেকে নগ্ন অবস্থায় কাঁদতে কাঁদতে।

দোকানদারের ছেলের নাম আব্দুল হামিদ হালদার বয়স ২৪। ঘটনা জানার পর ছোট্ট মেয়েটির বাবা ওই ছেলেটির বাবাকে অভিযোগ জানাতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। খবর পাওয়ার মথুরাপুর থানার পুলিশ আধিকারিক এর সাথে কথা বলে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাই।

অপরাধীকে ও অপরাধীর পিতাকে পুলিশ গ্রেফতার করে। পক্সো ধারায় অভিযুক্ত করে পুলিশ কাস্টডিতে ৫দিন। ওহুদ আলি হালদার জেল কাস্টডিতে ২৬/০৯/২৪ নিয়েছেন ।কেস নং ২৫১/২৪ স্পেসিআল নং ৭৫/২৪ অভিযুক্তকে এবং অভিযুক্তের পিতাকে স্বাস্থ্যের ব্যবস্থা করার জন্য মথুরাপুর থানা পুলিশ অফিসার কে অনেক অনেক ধন্যবাদ। হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে পুলিশ-প্রশাসন কে অসংখ্য ধন্যবাদ জানাই।

উপরের কেসে হিন্দু মিলন সংঘ আদর্শ ধরে রেখে এই কেসের দায়িত্বভার গ্রহণ করে চলেছে। নির্যাতিতা নাবালিকাকে বিচার পাইয়ে দিতে ও অভিযুক্ত দোষী মুসলিম ধর্ষককে শাস্তি দেওয়ার জন্য লড়ে চলেছে। কেসের সার্টিফায়েড কপি নিচে সংযুক্ত হলো।

 রাজকুমার সরদার 

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here