রবিবার ৯ মার্চ ২০২৫, মুর্শিদাবাদ-নদীয়া সীমান্তে নওদা থানার অন্তর্গত পাতিকাবাড়িতে ভারত-নিউজিল্যান্ডের খেলা দেখার সময়ে দুপক্ষের বাদানুবাদ থেকে সাইকেলে ধাক্কা ও পরে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত দুপক্ষের সঙ্ঘর্ষ চলমান। মুসলমানদের অভিযোগ যে রমেশ ঘোষ নবীকে নিয়ে কটূক্তি করেছেন।

বিদ্র: ফীচার ইমেজে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্র ব্যবহৃত হয়েছে।