আগামী রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে লক্ষ্মীকান্তপুর নট্টের মাঠে অনুষ্ঠিতব্য হিন্দুধর্ম সংস্কৃতি মহাসম্মেলন ও বিশ্ব শান্তি যজ্ঞ উপলক্ষে জয়নগর থানার শ্যামনগর গ্রামে ব্যানার লাগিয়েছিলেন হিন্দু মিলন সংঘের কর্মীরা। রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তা ছিঁড়ে দেয়। এই নিয়ে হিন্দু মিলন সংঘের প্রমুখ কার্যকর্তা শ্রী বুদ্ধদেব নাইয়া জয়নগর থানায় অভিযোগ দায়ের করেন। থানা থেকে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে যান ও তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।




