2 C
London
Thursday, January 29, 2026

দিল্লীর যৌনপল্লী থেকে উদ্ধার দুই কিশোরী, পাচারকারী আসগর আলি গ্রেপ্তার Teenager Recovered From Delhi

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ঘটনাটি শুরু হয় ৩০ জুন, যখন দুটি ১৬ বছর বয়সী ছাত্রী জিয়াগঞ্জ শহরের স্কুল থেকে নিখোঁজ হয়। তাদের পরিবার অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি, পরে তারা থানায় নিখোঁজ ডায়েরি করে। পুলিশ তদন্ত শুরু করলে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছাত্রীরা স্কুল না গিয়ে ট্রেনে হাওড়ায় চলে যায়।

Teenager Recovered From Delhi
Teenager Recovered From Delhi

পুলিশ তাদের ইনস্টাগ্রাম চ্যাট দেখে জানতে পারে, উত্তর ২৪ পরগনার এক যুবক প্রলোভন দেখিয়ে তাদের দিল্লি নিয়ে গেছে। প্রথমে পাহাড়গঞ্জ থানায় অভিযান হলেও ছাত্রীরা পাওয়া যায়নি। পরে, স্থানীয় তথ্য এবং স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায়, পুলিশ অন্য একটি হোটেলে গিয়ে তাদের উদ্ধার করে (Teenager Recovered From Delhi)।

মুর্শিদাবাদ পুলিশ আসগর আলি নামে এক যুবককে গ্রেফতার করেছে। তিনি সমাজমাধ্যমে ছাত্রীদের সঙ্গে পরিচিত হয়ে তাদের দিল্লি নিয়ে গিয়েছিলেন, এবং তাদের বিক্রি করার চেষ্টা করছিলেন। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ছাত্রীদের নিরাপদে মুর্শিদাবাদ ফিরিয়ে আনা হবে।

ফীচার ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত।

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here