দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরে ১৯৪৬এর হিন্দু রক্ষাকর্তা গোপাল মুখোপাধ্যায় স্মরণ দিবস পালন করল হিন্দু মিলন সংঘ (gopal mukherjee day 2025)। এই অনুষ্ঠানে হিন্দু মিলন সংঘের সভাপতি শ্রী রাজকুমার সরদার মহাশয়, ভারত সেবাশ্রম সংঘের পূজনীয় সন্ন্যাসী মহারাজ সহ শতাধিক হিন্দু উপস্থিত ছিলেন।

শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করে সভার সূচনা করেন হিন্দু মিলন সংঘের সভাপতি শ্রী রাজকুমার সরদার। তারপরে ভারতমাতা, স্বামী বিবেকানন্দ, গোপাল মুখোপাধ্যায় ও তপন কুমার ঘোষের প্রতিকৃতিতে বক্তারা পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।‌ এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভারত সেবাশ্রম সংঘের প্রবীণ সন্ন্যাসী ভগবান্ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী ও গোপাল মুখোপাধ্যায়ের (gopal mukherjee day 2025) কর্ম নিয়ে ওজস্বী বক্তৃতা দেন। এরপরে হিন্দু মিলন সংঘের সভাপতি বর্তমান পরিস্থিতিতে গোপাল মুখোপাধ্যায়ের কর্ম ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অ্যাডভোকেট শ্রী তপন কুমার বিশ্বাস।