জয়নগর থানার বাসিন্দা মল্লিকা মণ্ডলকে ঘরে বন্দী করে রাখা ও নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার গোলাপ গাজী। মেয়ের বাবা সিরা মণ্ডলের অভিযোগ পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ গড়িয়া স্টেশনের কাছ থেকে মল্লিকা মণ্ডলকে উদ্ধার ও গোলাপ গাজীকে গ্রেপ্তার (Golap Gazi Arrested) করে।

এর আগে অনেকদিন ধরে মেয়ের কোনো সংবাদ না পেয়ে তার বাবা হিন্দু মিলন সংঘের কাছে লিখিত আবেদন করেন। তখন হিন্দু মিলন সংঘের সভাপতি শ্রী রাজকুমার সরদারের প্রচেষ্টায় পুলিশ সক্রিয় হয়। ইতোমধ্যে মেয়েটা একসময়ে বাড়িতে কল করে তার বন্দীদশার কথা জানায়। পুলিশ মেয়েটার বাবার এফআইআর অনুসারে গড়িয়া স্টেশনের কাছে গোলাপ গাজীর বাসস্থান থেকে অসহায়া মেয়েটিকে উদ্ধার করে ও গাজীকে গ্রেপ্তার (Golap Gazi Arrested) করে। এর জন্য নরেন্দ্রপুর থানার পুলিশকর্মীদের ধন্যবাদ জানাই।

Name: Mallika Mandal Father’s name: Shira Mandal. Age: 27 years. Home: South 24 Parganas’ Joynagar police station. She lives in Garia station and falls in love with a Muslim boy and marries him. The boy’s name: Golap Gazi Santoshpur. For some time, he kept the girl in his house and started beating her and torturing her to extort money. The girl called her house in a helpless state. Later, the girl’s family contacted us. Today, the girl was rescued. And Golap Gazi was arrested by the Narendrapur police station. Thank you to the Narendrapur police station.

যৌনপল্লী থেকে উদ্ধার কিশোরী