2 C
London
Thursday, January 29, 2026

শুভ বিজয়ার শুভেচ্ছা

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমার সকল ফেসবুক বন্ধুদের এবং বড়দের জানায় নতমস্তকে প্রণাম জানাই এবং আশীর্বাদ প্রার্থনা করি।

বাসন্তী পুজো অর্থাৎ আদি দুর্গাপুজোর আজ শুভ বিজয়া। আর আমরা শরৎকালের যে পুজো করে থাকি এই পুজো পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র করেছিলেন এই পুজো অকালবোধন পুজো নামে খ্যাত।

তাই আজ বাসন্তী পুজোর বিজয়া মা দুর্গা অসুর কুল কে বিনাশ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উত্থান ঘটিয়েছিলেন অর্থাৎ যখন দেবতারা অসুরদের কাছে পরাজিত হয়েছিলেন সেই সময় মা দুর্গার আবির্ভাব হয় ওষুধ শক্তিকে বিনাশ ঘটিয়ে দেব শক্তির হাতে স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন।

আর এই বাসন্তী পুজোর অর্থাৎ আদি দুর্গাপূজার নবমীর দিনে পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই এই নবমী রামনবমী হিসাবে খ্যাত। রামচন্দ্র জন্মগ্রহণ করার কারন আপনারা জানেন রাক্ষস কুলকে বিনাশ করে অর্থাৎ রাবণকে বধ করে শুভ শক্তির উত্থান করেছিলেন। তাই রামনবমী আমাদের কাছে শপথ নেওয়ার দিন অশুভ শক্তির বিনাশের।

আমাদের কাছে আজকের দিন টা শুভ বিজয়ার দিন ।তাই আসুন আমরা সবাই মিলে শপথ নিন অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির উত্থান ঘটে বিজয় দশমী পালন করি।।

রাজকুমার সরদার, সভাপতি, হিন্দু মিলন সংঘ

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here