#পরম_পূজ্য_গুরুদেব_তপন_কুমার_ঘোষ_বিপদগ্রস্ত_হিন্দুর_#শেষ_পর্যন্ত_পাশে_থাকার_যে_শিক্ষা_আমাকে_দিয়েছিলেন_তা_আমি_অক্ষরে_অক্ষরে_পালন_করে_চলেছি

আপনাদের মনে আছে তো দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত নামখানার প্রত্যন্ত গ্রামে11 বছরের হিন্দু নাবালিকা

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো মোস্তাফা গাজীর বিরুদ্ধে। গত ০৪-০২-২০২১ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ থানার নারায়ণপুর 3নং ঘেরী গ্রামে। নিগৃহীতা শম্পা হালদার (নাম পরিবর্তিত) পিতা- গৌতম হালদার। অভিযুক্ত মোস্তাফা গাজী পিতা- আব্দুল আজিজ গাজী একই গ্রামের বাসিন্দা। ০৫-০২-২০২১ শুক্রবার কাকদ্বীপ থানায় দায়ের করা অভিযোগে (যার কেস নং-Kakdwip P.S- 35/21

U/S- 376/511/10pacso) নাবালিকার মা জানিয়েছেন, গত ৪ঠা ফেব্রুয়ারি দুপুর দুটোর দিকে যখন তাঁর এগার বছরের মেয়ে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার বিপরীতে মেলে দেওয়া জামা কাপড় শুকনো হয়ে গেলে তুলে আনতে যায়, ঠিক তখন প্রতিবেশী মোস্তাফা শম্পাকে জোরপূর্বক অপহরণ করে পাশের একটি নির্জন বাড়িতে নিয়ে যায়, সেখানে জামা কাপড় টেনে হেঁচড়ে খুলে শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা করে। শম্পার চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা উপস্থিত হলে হাতেনাতে ধরে ফেলে অভিযুক্ত মোস্তাফাকে। কাউকে কিছু জানালে ফল ভাল হবে না বলেও হুমকিও দেয় ঐ নাবালিকাকে। বাড়ি ফিরে মানসিকভাবে ভেঙে পড়ে শম্পা। এমনকিও অসুস্থও অবস্থায় কাঁদতে কাঁদতে তার মাকে ঘটনার বিস্তারিত বর্ণনা করে। শম্পার মা সুলেখা দেবী তার প্রতিবেশীদের কাছে এই ঘটনায় সুবিচার পাওয়ার জন্য সাহায্য প্রার্থনা করেন। পুলিশ অভিযুক্ত মোস্তফাকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, নাবালিকার বাবা গৌতম হালদার পেশায় ভিন রাজ্য কেরালায় কর্মরত ট্রলারের কর্মী। বর্তমানে গৌতম বাবু কেরালায় কর্মরত হওয়ায় তার পরিবার খুব অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

উক্ত হিন্দু নির্যাতনের খবর হিন্দু যোদ্ধা শ্রী রাজকুমার সরদারের কাছে পৌঁছালে, তড়িঘড়ি তিনি নির্যাতিত পরিবারের সঙ্গে দেখা করেন ও সহযোগিতা করেন। এমনকি অভিযুক্ত যাতে করে যথোপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থাপনায় তিনি একাধিক আইনজীবীর সহযোগিতা নিয়েছেন তারমধ্যে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবীও রয়েছেন। রাজকুমার বাবু আরো জানান, ভবিষ্যতে তিনি এই পরিবারের পাশে সদাসর্বদা থাকবেন এবং তার সাধ্যমতো তিনি সহযোগিতা করে যাবেন।

এখনো পর্যন্ত মোস্তফা গাজী জেলে আছে জামিন পাননি।

আরে করুণা ভাইরাসের এত প্রভাব থাকা সত্ত্বেও আজ আমি আবার এই পরিবারের সাথে দেখা করলাম এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কর্তব্য পালন করতে পিছপা হইনি।

কোন সহৃদয় ব্যক্তি যদি আমাকে সহযোগিতা করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন।

A/C Name: Rajkumar saradar

Bank: Punjab national Bank

A/C No:-0580010457033

IFSC:PUNB0058020

Branch: LAKSHMIKANTAPUR

9883791011/7001738242

rajkumarsaradar9@gmail.com

🙏
🙏
🙏
🙏
🙏

#param_Pujya_Gurudev_Tapan_Kumar_Ghosh_Displayed_Hindu.

Do you remember an 11-year-old Hindu girl in a remote village of Namkhana under Kakdwip police station in South 24 Parganas district?

Mustafa Gazi was accused of molesting a fifth grader. The incident took place at around 2 pm on Thursday 04-02-2021 in Gheri village No. 3 of Narayanpur under Kakdwip police station in South 24 Parganas district. Victim Shampa Haldar (name changed) Father- Gautam Haldar. Accused Mustafa Gazi’s father- Abdul Aziz Gazi is a resident of the same village. Complaint filed with Kakdwip Police Station on Friday 05-02-2021 (whose case no. Kakdwip P.S- 35/21

U / S- 376/511 / 10pacso) The mother of the minor said that on February 4, around 2 pm, when her 11-year-old daughter went to fetch the matching clothes from the street, some distance away from home, she was abducted by her neighbor Mustafa Shampa. He took her to a secluded house next door, where he pulled her clothes off, touched her body and tried to rape her. When the neighbors heard Shampar’s screams, they grabbed the accused Mustafa by the hand. He also threatened the minor saying that if he told anything to anyone, the result would not be good. Back home, Shampa was emotionally broken. Crying even when she was ill, she told her mother in detail about the incident. Shampar’s mother Sulekha Devi prayed to her neighbors for help in getting justice in the incident. Police have arrested the accused Mostafa.

It is to be mentioned that the father of the minor, Gautam Haldar, is a trawler worker working in the state of Kerala. Gautam Babu is currently working in Kerala and his family is living in a very helpless state.

When the news of the torture reached the Hindu warrior Shri Rajkumar Sardar, he immediately met and cooperated with the victim’s family. He has even enlisted the help of several lawyers to manage the accused so that he gets appropriate punishment, including a lawyer from the Calcutta High Court. Prince Babu further said that in the future he will always be by the side of this family and he will continue to cooperate as much as he can.

Mostafa Ghazi has not yet been granted bail.

Hey, despite the impact of the virus, I met this family again today and extended my hand of cooperation. I did not hesitate to do my duty as promised.

Please contact me if any kind person would like to cooperate with me.

A / C Name: Rajkumar saradar

Bank: Punjab National Bank

A / C No: -0580010457033

IFSC: PUNB0058020

Branch: LAKSHMIKANTAPUR

9883791011/7001738242

rajkumarsaradar9@gmail.com🙏🙏🙏🙏🙏

https://m.facebook.com/story.php?story_fbid=2986311111597296&id=100006553094359