2 C
London
Thursday, January 29, 2026

১৬ ই আগস্ট মঙ্গলবার 2022 হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে ১৯৪৬ এর হিন্দু রক্ষাকর্তা হিন্দু বীর গোপাল পাঁঠা(মুখার্জী) মহাশয়ের শ্রদ্ধাঞ্জলি সভা

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

হিন্দু ধর্মযোদ্ধাদের প্রথম প্রদর্শক পরম পূজ্য মাননীয় তপন ঘোষ মহাশয় এর আদর্শে তৈরি হিন্দু মিলন সংঘ। গুরুর আদর্শ অনুসরণ করে অর্থাভাবগ্রস্ত হয়েও মনোবল না হারিয়ে সমাজের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নতুন উদ্যম নিয়ে হিন্দু মিলন সংঘের কার্যকর্তাদের উদ্যোগে হিন্দু মিলন সংঘ এগিয়ে চলার অঙ্গীকার বদ্ধ হয়ে এই সভা সাফল্যমন্ডিত করেছেন।

মাত্র এক বছর আগে জন্মাষ্টমীর দিন হিন্দু মিলন সংঘ আত্মপ্রকাশ করেই গ্রামগঞ্জে বিধর্মী দ্বারা অত্যাচারিত নিপীড়িত লাঞ্ছিত হিন্দু পাশে দাঁড়িয়ে লড়াইয়ের প্রেরণা যুগিয়ে চলেছে।

১৯৪৬ এর হিন্দুরক্ষক গোপাল মুখার্জীকেহিন্দুরা বিস্মৃত হয়েছিল সেই স্মৃতি নতুন করে ২০১৩ সালে ভারতসভা হলে তপন ঘোষ মহাশয় আমাদের স্মরণ করিয়ে দেন । আজ সারা ভারতের হিন্দুরা গোপাল পাঁঠা নামটা জেনে গিয়েছেন ।

সেই পরম্পরা ধরে রাখার জন্য হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার লক্ষ্মীকান্তপুরের ওয়েলকাম গেস্ট হাউসে গোপাল মুখার্জীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছেন।

সভা মঙ্গলদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন পরেশ মহারাজ (খানাকুল উত্তম আশ্রম) ।

ভারত মাতা,স্বামী বিবেকানন্দ , গোপাল মুখার্জী ও পরমপুচ্ছ মাননীয় তপন ঘোষ মহাশয়ের ছবিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত অতিথিবর্গ এবং নেতৃত্ববর্গরা।

সভা সঞ্চালন করেন হিন্দু মিলন সংঘের সহ-সভাপতি মাননীয় যুধিষ্ঠির মন্ডল মহাশয়।

উদ্বোধন সংগীত সনাতন সংস্কৃতি (হিন্দু মিলন সংঘের কর্মীরা এই সংগীত লিখেছেন এবং এখানে উপস্থাপন করেছেন)।

বক্তা ডায়মন্ড হারবার কোটের অ্যাডভোকেট হিন্দু মিলন সংঘের লসেলের নেতৃত্বে তপন বিশ্বাস,

প্রীতি রঞ্জন সরকার মহাশয় বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন জেলা ফাউন্ডার, প্রধান অতিথি শ্রীমৎ স্বামী ত্যাগব্রতানন্দ মহারাজ (ভারত সেবাশ্রম সংঘ) আশীর্বাদ এবং মূল্যবান বক্তব্য দেন।

পরম পূজ্য মাননীয় তপন ঘোষ মহাশয় আদর্শে আদর্শিত হিন্দু মিলন সংঘের সভাপতি রাজকুমার সরদার মহাশয়ের জ্বালাময়ী ভাষণ সভাস্থলকে মুখরিত করে তুলেছিল জয় মা কালী, হর হর মহাদেব এবং জয় শ্রীরাম স্লোগানে।১৬ ই আগস্ট মঙ্গলবার 2022 হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে ১৯৪৬ এর হিন্দু রক্ষাকর্তা হিন্দু বীর গোপাল পাঁঠা(মুখার্জী) মহাশয়ের শ্রদ্ধাঞ্জলি সভা ।।

হিন্দু ধর্মযোদ্ধাদের প্রথম প্রদর্শক পরম পূজ্য মাননীয় তপন ঘোষ মহাশয় এর আদর্শে তৈরি হিন্দু মিলন সংঘ। গুরুর আদর্শ অনুসরণ করে অর্থাভাবগ্রস্ত হয়েও মনোবল না হারিয়ে সমাজের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নতুন উদ্যম নিয়ে হিন্দু মিলন সংঘের কার্যকর্তাদের উদ্যোগে হিন্দু মিলন সংঘ এগিয়ে চলার অঙ্গীকার বদ্ধ হয়ে এই সভা সাফল্যমন্ডিত করেছেন।

মাত্র এক বছর আগে জন্মাষ্টমীর দিন হিন্দু মিলন সংঘ আত্মপ্রকাশ করেই গ্রামগঞ্জে বিধর্মী দ্বারা অত্যাচারিত নিপীড়িত লাঞ্ছিত হিন্দু পাশে দাঁড়িয়ে লড়াইয়ের প্রেরণা যুগিয়ে চলেছে।

১৯৪৬ এর হিন্দুরক্ষক গোপাল মুখার্জীকেহিন্দুরা বিস্মৃত হয়েছিল সেই স্মৃতি নতুন করে ২০১৩ সালে ভারতসভা হলে তপন ঘোষ মহাশয় আমাদের স্মরণ করিয়ে দেন । আজ সারা ভারতের হিন্দুরা গোপাল পাঁঠা নামটা জেনে গিয়েছেন ।

সেই পরম্পরা ধরে রাখার জন্য হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার লক্ষ্মীকান্তপুরের ওয়েলকাম গেস্ট হাউসে গোপাল মুখার্জীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছেন।

সভা মঙ্গলদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন পরেশ মহারাজ (খানাকুল উত্তম আশ্রম) ।

ভারত মাতা,স্বামী বিবেকানন্দ , গোপাল মুখার্জী ও পরমপুচ্ছ মাননীয় তপন ঘোষ মহাশয়ের ছবিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত অতিথিবর্গ এবং নেতৃত্ববর্গরা।

সভা সঞ্চালন করেন হিন্দু মিলন সংঘের সহ-সভাপতি মাননীয় যুধিষ্ঠির মন্ডল মহাশয়।

উদ্বোধন সংগীত সনাতন সংস্কৃতি (হিন্দু মিলন সংঘের কর্মীরা এই সংগীত লিখেছেন এবং এখানে উপস্থাপন করেছেন)।

বক্তা ডায়মন্ড হারবার কোটের অ্যাডভোকেট হিন্দু মিলন সংঘের লসেলের নেতৃত্বে তপন বিশ্বাস,

প্রীতি রঞ্জন সরকার মহাশয় বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন জেলা ফাউন্ডার, প্রধান অতিথি শ্রীমৎ স্বামী ত্যাগব্রতানন্দ মহারাজ (ভারত সেবাশ্রম সংঘ) আশীর্বাদ এবং মূল্যবান বক্তব্য দেন।

পরম পূজ্য মাননীয় তপন ঘোষ মহাশয় আদর্শে আদর্শিত হিন্দু মিলন সংঘের সভাপতি রাজকুমার সরদার মহাশয়ের জ্বালাময়ী ভাষণ সভাস্থলকে মুখরিত করে তুলেছিল জয় মা কালী, হর হর মহাদেব এবং জয় শ্রীরাম স্লোগানে।

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here