2.7 C
London
Thursday, January 29, 2026

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় নিয়ে কিছু কথা

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

আজ বহু প্রতীক্ষার অবসান। আমাদের স্বাভিমান রক্ষার একটা ধাপ আমরা এগিয়ে চলেছি। তাই সেই আনন্দে আজকের আমরা দীপাবলি পালন করলাম। যেমন করে রামচন্দ্র লঙ্কা জয় করে যখন অযোধ্যা নগরে ফিরেছিলেন সেই সময় অযোধ্যাবাসি রামচন্দ্র কে অর্থাৎ ঘরের ছেলে ঘরে ফিরে আসছে সেই আনন্দে অযোধ্যা নগর আলোয় আলোকিত করেছিলেন। অযোধ্যাতে আমাদের রাম মন্দির ইসলাম শাসনকালে বাবরি মসজিদে পরিণত করেছিলেন। ভারতবর্ষে বহু মন্দির এখনো পর্যন্ত মসজিদে রূপান্তরিত হয়ে আছে এছাড়াও আমাদের বহু স্বজন তারা ধর্ম পরিবর্তন করে মুসলমানে রূপান্তরিত হয়ে আছে। আমরা সেগুলো একের পর এক ফেরত চাই। আমাদের মন্দির ফেরত চাই। আমাদের হারিয়ে যাওয়া স্বজনদেরকে স্বধর্মে ফিরিয়ে নিয়ে আসতে চাই।আজ অযোধ্যায় রাম মন্দিরের ভিত পূজা আমাদের কাছে ঐতিহাসিক জয়। তাই সেই আনন্দে দুপুরে শঙ্খ ধ্বনি দিয়ে এবং সন্ধ্যায় বাতি ও মঙ্গল দ্বীপ জ্বালিয়ে মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করলাম,যে সমস্ত মন্দির এখনো পর্যন্ত মসজিদে রূপান্তরিত আছে সেগুলো যেন আমরা উদ্ধার করতে পারি এবং আমাদের স্বজনদেরকে যেন স্বধর্মে ফিরিয়ে আনতে পারি। এই আশীর্বাদ যেন ভগবান রামচন্দ্র আমাদের করেন।
জয় শ্রীরাম
জয় মা কালী

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here