৫ই এপ্রিল ২০২৩ বুধবার সকাল ৯ ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রা যোগে মাতৃ মন্ডলীর দ্বারা ১০৮ কলস গঙ্গাবারি দিয়ে মন্দির স্নান। দুপুর ১২ টা হইতে মহাবীর শ্রী শ্রী হনুমানজী বিগ্রহ অভিষেক ও পূজা পাঠ এবং ২০ মণ কাঠ ও ২ মণ ঘি দিয়ে মহাযজ্ঞ সম্পন্ন হইল রাজস্থান হইতে আগত সপ্ত পুরোহিত সহযোগে।

৬ই এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার সকাল নটার সময় পুজা-পাঠ দুপুর ১২ টা হইতে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ছয় ঘটিকা হইতে ধুনুচির সুগন্ধি ধোঁয়ায় মশাল সহযোগে মাঙ্গলিক নগর পরিক্রমা এবং আটঘটিকায় সন্ধ্যা আরতি সম্পন্ন হইল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্বিকভাবে এলাকার সমস্ত হিন্দু এবং হিন্দু মিলন সংঘ এর উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী তপন বিশ্বাস মহাশয় ও হিন্দু মিলন সংঘ এর সভাপতি রাজকুমার সরদার মহাশয়।

শোভাযাত্রা,পূজা পাঠ, মন্দির স্নান ও নগর পরিক্রমা সমস্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু মিলন সংঘের সভাপতি মাননীয় রাজকুমার সরদার মহাশয় এবং উপস্থিত ছিলেন ওই এলাকার হিন্দু মিলন সংঘের কর্মীবৃন্দ।

গুরুদেব পরম পূজ্য তপন ঘোষ মহাশয় কে প্রণাম জানিয়ে এবং সকল হিন্দুদের, মন্দির কমিটি ও হিন্দু মিলন সংঘের কর্মীদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে সুষ্ঠুভাবে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য।