২৩ ডিসেম্বর ২০২৫, জয়নগর: বাংলাদেশে কাপড় শ্রমিক দীপু চন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে মারার প্রতিবাদে পদযাত্রা ও বাংলাদেশের পতাকা পুড়িয়ে বিক্ষোভ জানাল হিন্দু মিলন সংঘ। গত ১৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে, বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় দীপু চন্দ্র দাসকে হত্যা করা হয়। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে জিহাদিদের একটি দল তাকে পিটিয়ে হত্যা করে। তিনি একজন টেক্সটাইল শ্রমিক এবং হিন্দু সম্প্রদায়ের সদস্য ছিলেন। মৃত্যুর পর, তার মৃতদেহ একটি গাছের সাথে বেঁধে ইসলামিক স্লোগান দিতে দিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এখনও ধর্ম অবমাননার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

এই ঘটনার প্রতিবাদে ২৩ ডিসেম্বর হিন্দু মিলন সংঘের ডাকে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর-১ ব্লকের অধীনে গোচরণ বাস মোড় থেকে গোচরণ ডাকঘর অবধি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার শেষে হিন্দু মিলন সংঘের সভাপতি মাননীয় শ্রী রাজকুমার সরদার মহাশয় ও অন্যান্য নেতৃবৃন্দ এই ঘটনার প্রতিবাদে ও জিহাদী আগ্রাসন বিষয়ে সাধারণ হিন্দুদের সতর্ক করে জ্বালাময়ী বক্তব্য রাখেন। বাংলাদেশের পতাকা ও তার অবৈধ শাসক মুহম্মদ ইউনুসের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।



হিন্দু মিলন সংঘ সবসময় জিহাদী আগ্রাসনের বিরুদ্ধে হিন্দুর প্রতিরোধের পাশে আছে ও থাকবে। এই বিক্ষোভে হিন্দু মিলন সংঘের কর্মী, সমর্থক ও সাধারণ গ্রামবাসী হিন্দুরা বিপুলভাবে যোগদান করেন।





