পয়লা অক্টোবর শুভ ষষ্ঠীর সকালে হিন্দু মিলন সংঘ-এর উপদেষ্টা ডায়মন্ড হারবার কোর্টের অ্যাডভোকেট তপন বিশ্বাস মহাশয়, সভাপতি রাজকুমার সরদার মহাশয় ও সেক্রেটারি সংলাপ হালদার মহাশয় উপস্থিত হয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাচীনতম হিন্দু মিলন মন্দির শেওড়াতলায়।

ওখানে অতিথি অভ্যর্থনার পর স্থানীয় হিন্দু কার্যকর্তাদের সঙ্গে আগামী দিনে হিন্দু ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করে এলাকার বিশিষ্ট হিন্দু নেতৃত্ব বিশ্বজিৎ মল্লিক বাবুর বাড়িতে উপস্থিত হই যাঁর পিতৃবিয়োগ হয়েছে কিছুদিন আগে।

এরপর ওখান থেকে আর এস এসের প্রচারক(২১ বছর প্রচারক ছিলেন আসামে) সমর মন্ডল মহাশয়ের বাড়িতে আমরা উপস্থিত হই সমর দাদার শ্রাদ্ধ ক্রিয়া কার্যে শ্রদ্ধার্ঘ নিবেদন।

শেষে বৈকাল তিনটের সময় সিদ্ধিবেরিয়া ভারত সেবাশ্রম সঙ্গে দুর্গা পুজার উদ্বোধনী ও বস্ত্র বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলপি বিধানসভার মাননীয় যোগরঞ্জন হালদার মহাশয় এবং ভিডিও দেবর্ষি ব্যানার্জি মহাশয় এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উক্ত সভায় বিশিষ্ট প্রশাসনিক অধিকারীদের বক্তব্যের সাথে সাথে হিন্দু মিলন সংঘের সভাপতি মাননীয় রাজকুমার সরদার মহাশয় এবং উপদেষ্টা মন্ডলী মাননীয় অ্যাডভোকেট তপন বিশ্বাস মহাশয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
উক্ত সভায় উপস্থিত মাতৃ শক্তি ছাত্রসমাজ, যুবসমাজ এবং পিতৃতুল্য গুরুজন ছিল চোখে পড়ার মতো।
উক্ত অনুষ্ঠানে ২০০০ বস্ত্র বিতরণ করা হয়।
সমস্ত অনুষ্ঠানটি দায়িত্ব সহকারে ব্যবস্থাপনা এবং পরিচালনা করেছে সতীনাথ হালদার মহাশয় এবং সমীর হালদার মহাশয়।
তাই সতীনাথ হালদার মহাশয় এবং সমীর হালদার মহাশয় কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে।