2 C
London
Thursday, January 29, 2026

রায়দিঘিতে আক্রান্ত হিন্দুর পাশে দাঁড়াল হিন্দু মিলন সংঘ

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ঘনশ্যাম হালদার ২৭ নং লাট , থানা – রায়দিঘী জেলা – দক্ষিণ ২৪ পরগনা এর বাসিন্দা । গ্রামের রাস্তায় সাপখোপের জন্য অনেকেই টর্চ্লাইট্ নিয়ে বের হয় । আজকের টোটো চালিয়ে এসে বাড়িতে টোটো রেখে হাত পা ধোয়ার জন্য বাড়ির পাশের টিউবওয়েলে টর্চ নিয়ে গিয়েছিলেন ঘনশ্যাম হালদার।

অনিচ্ছা বশত বাবুরালি বৈদ্যের চোখে টর্চলাইটের আলো পড়ে। তারপর বাবুর আলী বৈদ্য এবং গফুর বৈদ্যের ছেলে দুজনে মিলে প্রচুর পরিমাণে মারধর করে ও উনার টোটো ভাঙচুর করে দেয়।
ঘনশ্যাম হালদারের মাথা ফেটে রক্ত পড়ে। মারধরের ভয়ে বাড়ি থেকে বার হতে পারছিল না হসপিটালে চিকিৎসা করার জন্য।
এমত অবস্থায় অসহায় হয়ে হিন্দু মিলন সংঘের সাথে যোগাযোগ করে । সাথে সাথে রায়দিঘী থানার আইসির সাথে যোগাযোগ করে সমস্ত বিষয় অবগত করার পর থানার আইসি সমস্ত রকম সহযোগীতার আশ্বাস দেন ।

X1 2 449x1024

মুহুর্তের মধ্যে রায়দিঘী থানার এস আই চন্দন বাবু হিন্দু মিলন সংঘের সভাপতির সঙ্গে যোগাযোগ করেন হিন্দু মিলন সংঘের সভাপতি ঘনশ্যাম হালদারের ফোন নাম্বার দিয়ে এবং পুরো ঘটনা বিস্তারিত জানিয়ে সাহায্য করেন।

হিন্দু মিলন সংঘ এর পক্ষ থেকে রায়দিঘী থানার আইসি কে অনুরোধ করছি বিষয়টি গুরুত্ব সহকারে দোষীদের শাস্তি দেওয়ার জন্য।
পরম পূজ্য মাননীয় তপন ঘোষ মহাশয় এর আসল কাজ ছিলেন যেখানে হিন্দুরা সমস্যায় পড়বে তৎক্ষণাৎ হিন্দুদের পাশে দাঁড়িয়ে সব রকম ভাবে সহযোগিতা করা।

আমি পরমপূজা মাননীয় তপন ঘোষ মহাশয়ের কাছ থেকে সেই শিক্ষা নিয়ে হিন্দুদের পাশে সর্বত্র করনে সহযোগিতায় সর্বক্ষণ নিজেকে সমর্পণ করেছে।

হিন্দু মিলন সংঘ
সভাপতি:- রাজ কুমার সরদার

জয় মা কালী
হর হর মহাদেব।

তপন ঘোষ জিন্দাবাদ।

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here