হিন্দু মিলন মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে সম্মানিত হলেন হিন্দু মিলন সংঘের সভাপতি মাননীয় রাজকুমার সরদার ও উপদেষ্টা আইনজীবী শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়।
দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলা থানার অন্তর্গত শেওড়াতলা শ্রীশ্রী প্রণব হিন্দু মিলন মন্দিরের ৭৯তম প্রতিষ্ঠা বর্ষ ও শ্রী শ্রী প্রণবানন্দজীর ১২৮তম আবির্ভাব বর্ষ উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠানে প্রথম দিনের (২২ মার্চ ২০২৩) অনুষ্ঠানে প্রণবজ্যোতি স্মারক সম্মান-২০২৩ সম্মানে হিন্দু মিলন মন্দির সম্মানিত করলেন হিন্দু মিলন সংঘের সভাপতি রাজকুমার সরদার ও উপদেষ্টা আইনজীবী শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়কে। সম্মাননা জ্ঞাপনের পর হিন্দু মিলন সংঘের সভাপতি মহাশয় সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন।















