বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার যেন জলভাত । আজ তারই ছবি যেন চোখে পড়ল কলকাতা শহরের কসবা থানার Acropolis সপিংমলের সামনেই ।
নিত্যদিনের মত কাজের শেষে নাগেরবাজার আনন্দপুর রুটের বাস গুলো Acropolis সপিং মলের সামনে পার্কিং করে যে যার বাসায় ফিরে যায় । কেউ কেউ এটু আধটু মদ ও খায় বাসের মধ্যে বসে । ২৬শে আগষ্ট রাত এগারোটা নাগাদ বাস পার্কিং করে উজ্জল হালদার বাসায় ফিরে যাচ্ছিল । ওই একই রুটের আরেকটি বাসের কনডাক্টর সহ আরো কয়েকজন মিলিতভাবে পরিকল্পনা করে শেখ রিজাউদ্দিন ছুরি দিয়ে কুপিয়ে মারল উজ্জল হালদারকে ।
আমরাতো প্রায়ই দেখি নিত্যদিন চলাচলে বাস কর্মচারীদের মধ্যে বচসা হয়েই থাকে । তবে কি শুধু হিন্দু হওয়ার মাশুল দিতে হল উজ্জল হালদারকেই।
কি এমন ঘটনা ছিল যার জন্য একটা ফল কাটার ছুরি দিয়েই খুন করে দিল ?
বাসের উপর লেখা মা শীতলা-মা মনসা দেখেই বোঝা যায় বাসমালিক হিন্দু। তা সত্বেও হিন্দু খুন হল ।
রাজনৈতিক হিন্দুরা কোনদিনই গভীরে গিয়ে খতিয়ে দেখবে না ।
একেই তো হিন্দুর ঘরে একটা কিংবা দুটো সন্তান । সমাজের প্রতিটি জায়গায় (কর্মস্থল) হিন্দু সংখ্যালঘু হয়ে যাচ্ছে । ওদের দখল ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে , সংখ্যা বৃদ্ধি হলেই অত্যাচার বৃদ্ধি হয় । যে কোন ঘটনার প্রতিবাদই হোক না কেন হিন্দুর পাশে হিন্দু থাকে না তার উপর যদি সংখ্যালঘু হয় তবে তো আর কথাই নেই ।
আমার পিসিমার ছেলে আমার ভাই উজ্জল হালদার। এই ঘটনা পুলিশ শেখ রিজাউদ্দিনকে এরেস্ট করেছেন এবং সে বর্তমানে পুলিশ কাস্টোডিতে আছে। দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করছি।










The persecution of minority Hindus in Bangladesh is like water rice. His picture was seen in front of the Acropolis shopping mall of Kasba police station in Kolkata.
As usual, after work, the buses of Nagerbazar Anandpur route park in front of Acropolis shopping mall and go back to their homes. Some people sit in the bus drinking and eating. Ujjal was returning to Halda’s house after parking the bus around 11 o’clock in the night of 26th August. The conductor of another bus on the same route and a few others planned together Sheikh Rizauddin and killed Ujjal Halder with a knife.
We often see that there is murmuring among the bus employees on a daily basis. But only Ujjal Haldar had to pay the price of becoming a Hindu.
What was the case for which a fruit was killed with a knife?
Ma Shitala-Ma Mansa written on the bus shows that the owner of the bus is a Hindu. Despite that, Hindus were killed.
Political Hindus will never delve deeper.
That is one or two children in a Hindu house. Hindus are becoming a minority in every place of society (workplace). Their occupation is increasing gradually, if the number increases, the tyranny increases. No matter what the protest is, there is no Hindu on the side of the Hindu if it is a minority.
My brother Ujjal Halder is the son of my Aunt. The police arrested Sheikh Rizauddin in this incident and he is currently in the police custody of Kastori. I pray for exemplary punishment of the guilty.
