গতকাল 20/10/23 শুভ ষষ্ঠী সকালে হিন্দু মিলন সংঘ-এর উপদেষ্টা ডায়মন্ড হারবার কোর্টের অ্যাডভোকেট তপন বিশ্বাস মহাশয় এবং সভাপতি রাজকুমার সরদার মহাশয় উপস্থিত হয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার

সিদ্ধিবেরিয়া ভারত সেবাশ্রম গ্রামীন সেবাকেন্দ্রের দুর্গা পুজার উদ্বোধনী ও বস্ত্র বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হলাম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলপি বিধানসভার মাননীয় যোগুরঞ্জন হালদার মহাশয় এবং বিডিও মহাশয় এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উক্ত সভায় বিশিষ্ট প্রশাসনিক অধিকারীদের বক্তব্যের সাথে সাথে হিন্দু মিলন সংঘের সভাপতি মাননীয় রাজকুমার সরদার মহাশয় এবং উপদেষ্টা মন্ডলী মাননীয় অ্যাডভোকেট তপন বিশ্বাস মহাশয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

উক্ত সভায় উপস্থিত মাতৃ শক্তি ছাত্রসমাজ, যুবসমাজ এবং পিতৃতুল্য গুরুজন ছিল চোখে পড়ার মতো।

উক্ত অনুষ্ঠানে ২০০০ বস্ত্র বিতরণ করা হয়।

সমস্ত অনুষ্ঠানটি দায়িত্ব সহকারে ব্যবস্থাপনা এবং পরিচালনা করেছে সতীনাথ হালদার মহাশয় এবং সমীর হালদার মহাশয়।

তাই সতীনাথ হালদার মহাশয় এবং সমীর হালদার মহাশয় কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে।