সমস্ত রাজনৈতিক দলগুলি জোটবদ্ধ মুসলিম ব্লক ভোটের দাসত্ব করতে করতে ১৯৪৬-৪৭ এর হিন্দুর আর্তনাদ ভরা সেই রক্তাক্ত দিনগুলি মানুষকে ভুলিয়ে দিতে চায় । তার পরিণামে যে সেই দিনগুলোই আবার বাংলার গ্রামে গ্রামে ফিরে আসছে — এই ভয়ঙ্কর সত্যটিকেও চাপা দিতে চায় তারা । কিন্তু তা আর চাপা থাকছে না । ধুলাগড়-বাদুড়িয়া-বসিরহাট কালিয়াচক-ইলামবাজার-চাপড়া ইসলামপুর-নলিয়াখালি-উস্তি-মল্লিকপুর-কালিগঞ্জ-হাঁসখালি-সমুদ্রগড় কতোগ্রামের ঘটনা আবার বাংলার আকাশে অশনি সংকেত ।
এই অবস্থায় হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে ১৯৪৬-৪৭-এর সেই ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস আমরা করছি ১৬ ই আগস্টকে সামনে রেখে ।
আসুন , এবছর আমাদের মাতৃভূমির বেদনাদায়ক বিভাজনের ৭৬ বছরে এই ১৬ই আগস্ট দিনটিতে হিন্দুর পরিত্রাতা আমাদের বীর পূর্বপুরুষ গোপালচন্দ্র মুখোপাধ্যায়-কে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই । সংকল্প নিই , মৌলবাদী শক্তির কাছে মাথা নত করে আর একবার দেশবিভাগ মেনে নেব না । তাঁর শৌর্য বীর্য থেকে প্রেরণা নিই ও বাংলার মাটি রক্ষার শপথ নিই ।





গৈরিক অভিনন্দন সহ
হিন্দু মিলন সংঘের কর্মীবৃন্দ
স্থান ঃ— ওয়েলকাম গেস্ট হাউস
লক্ষীকান্তপুর স্টেশনে নেমে বিজয়গঞ্জ বাজার থেকে পূর্বদিকে পাওয়ার হাউসের শেষে ডানদিকে।
সময় বেলা ২টা , ১৬ই আগস্ট ২০২৩ বুধবার
পরম পূজ্য গুরুদেব তপন কুমার ঘোষ লহ প্রণাম।
জয় মা কালী।
হর হর মহাদেব।
