কানপুর গ্ৰামে, দেউলা উস্তি থানা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ৩১ শে অক্টোবর ২০২৪ কালী পুজোতে মাইক বক্স বন্ধ রাখার হুমকি দেয় ওই কানপুর গ্রামে কিছু মুসলিম যুবক এবং যদি বক্স মাইক বাজানো হয় তাহলে পুরো গ্রামের হিন্দুদেরকে শেষ করার হুমকি দিয়েছে, হিন্দু মা-বোনেদের মারধর করেছে এবং এক হিন্দু প্রতিবাদী যুবক চিরঞ্জিত মণ্ডলকে বুকে ছুরি মেরেছে। থানায় অভিযোগপত্র দায়ের করে আইনি পথে ঘটনার উপযুক্ত প্রতিকারের জন্য হিন্দু মিলন সংঘ কাজ করছে।
হিন্দু মিলন সংঘ হিন্দুর সঙ্গে ছিল, আছে, থাকবে।
পরম পূজ্য গুরুদেব তপন ঘোষের জয়।
জয় মা কালী।
হর হর মহাদেব।



