রাজকুমার সরদার, সভাপতি, হিন্দু মিলন সংঘ

ঘটনাটা সকল হিন্দুদের একটু জানা দরকার ।

সোনাখালীর হিন্দুদের উপর জিহাদী আক্রমণ-অত্যাচার-শোষণ চলছিল । সালটা ২০০০-২০০১ । আমার ও আমাদের পথপ্রদর্শক স্বর্গীয় তপন ঘোষ মহাশয় তখন ওই এলাকায় রাস্ট্রীয় স্বয়ং সেবক সংঘের বিভাগ প্রচারক ছিলেন ।

উনার চেষ্টায় ওই সোনাখালী গ্রামের হিন্দু যুবকরা প্রতিরোধ করতে শেখে । নিষ্ঠার সাথে সংঘের আদর্শে নিজেদের তৈরী করছিল ।

তখন বামফ্রন্ট শাসনকাল । তাই ওই ছেলেদের উপর বামপন্থীদের কুনজর পড়েছিল ।

বামফ্রন্ট সরকারের পোষ্য নেতার দলবল সেদিন চারজন হিন্দু ধর্মযোদ্ধাদের ( অভিজিত সরদার ২৬ , পতিতপাবন নস্কর ২৪ অনাদি নস্কর ২০ সুজিত নস্কর ১৭ ) নৃশংসভবে খুন করে ।

সেই চারজনের মধ্যে সকলের প্রিয় অভিজিত সরদার ( ওরফে লালু ) ।

সেই লালুর মাকে একমাত্র স্বর্গীয় তপন ঘোষ বাবুই সহযোগিতা করতেন খোঁজ খবর নিতেন ।

আর আজকের পরমপূজ্য মাননীয় তপন ঘোষ মহাশয়ের উপস্থিতিতে আমি রাজকুমার সরদার অভিজিৎ দার বাড়িতে যাই মায়ের কাছে।

গিয়ে দেখলাম মা ঠাকুর ঘরে সন্তানের ছবিতে মালা দিয়ে পরমান্ন নিজের হাতে তৈরি করে এবং মিষ্টি দিয়ে সন্তানের শহীদ দিবস পালন করছেন। আমি ওনার কাছে উপস্থিত হয়ে নিজেকে ভাগ্যবান মনে করলাম এবং উনাকে কিছু অর্থ সহযোগিতা এবং সান্তনা দেওয়ার চেষ্টাই করলাম।

তারপর চলে গেলাম সোনাখালীতে যেখানে এই 4 জন বীর শহীদ হিন্দু যোদ্ধার নামে মন্দির নির্মাণ করেছেন সোনাখালীর মানুষ।

সেই অনুষ্ঠানে উপস্থিত হলাম নিরবতার মাধ্যমে বীর শহীদদের আত্মার শান্তি কামনা এবং উনাদের আদর্শ যেন গ্রহণ করতে পারি এই কামনা করলাম। মাননীয় তপন কুমার ঘোষ মহাশয় এর ছবিতে মালা পরাতে পরাতে একটু আমার চোখে জল এসে যায়। তারপর 1946 সালে কলকাতার হিন্দু রক্ষাকর্তা গোপাল মুখোপাধ্যায় এই 10 ফেব্রুয়ারি স্বর্গলোক গমন করেন তাই উনার আশীর্বাদ নেওয়ার জন্য উনার ছবিতে মাল্যদান করলাম এবং প্রণাম করলাম। অবশেষে বাড়িতে ফিরলাম।

আমার মনে হয় বাংলার হিন্দু যোদ্ধারা আগামী দিনে যাহাতে বীরত্বের সহিত ধর্মকে রক্ষা করতে পারে তার জন্য পূর্বের শহীদ যোদ্ধাদের পরিবারের সহযোগিতা করার দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। যার ফলে হিন্দু সমাজের কাছে এই বার্তা দেওয়া যায় যে তুমি যদি ধর্মের জন্য শহীদ হয় তোমার পরিবার ভেসে যাবে না। তোমার অসহায় পরিবারের পাশে কেউ না কেউ দাঁড়ানোর এবং সহযোগিতা করার জন্য এখনো পর্যন্ত বাংলার বুকে এবং হিন্দু সহযোদ্ধারা তোমার পরিবারের সহযোগিতা করবে। আজকের আমার এই কর্মের মধ্য দিয়ে আমি হিন্দু সমাজকে এই উৎসাহ প্রদান করতে চাই যে তাহারা যাতে শহীদ হিন্দু যোদ্ধার পরিবারদের বেশি করে পাশে থাকেন এবং সহযোগিতা করেন।

এত বছরে শুধু তপন ঘোষ বাবু ছাড়া ।

আজ প্রথম শহীদ হিন্দু বীর লালু দাদার মায়ের সঙ্গে দেখা করতে গেলাম। সত্যিই উনি খুব অসহায় অবস্থায় ভাড়া বাড়িতে দিনযাপন করছেন। একটা শহীদ হিন্দু বীরের মায়ের এই অবস্থা নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। পরম পূজ্য গুরুদেব তপন ঘোষ পরলোক গমনের কয়েকদিন আগে ফোন করে স্থানীয় এক ছেলেকে লালু দাদার মাকে দেখতে বলেন। সেই স্থানীয় যুবকের কাছ থেকে আমি লালু দাদার মা অর্থাৎ হিন্দু বীরের মা আমারও মা।

আপনারা আমাকে সহযোগিতা করুন এবং আশীর্বাদ করুন যেন আমি নিঃস্বার্থভাবে সমাজের এই কাজ করতে পারি।🙏🙏🙏🙏🙏

#Today_10th_February_Sonakhali_Day_care_to_have_sorrow.

All Hindus need to know a little about the incident.

Jihadi attacks, oppression and exploitation were going on against the Hindus of Sonakhali. Salta 2000-2001. The late Tapan Ghosh Mahasaya, my guide and me, was then the divisional preacher of the Rashtriya Swayamsevak Sangha in that area.

Through his efforts, the Hindu youth of that Sonakhali village learned to resist. They were devoting themselves to the ideals of the Sangh with devotion.

Then the Left Front regime. So the leftists were angry with those boys.

On that day, a group of pet leaders of the Left Front government brutally killed four Hindu religious fighters (Abhijit Sardar 26, Patitpavan Naskar 24, Anadi Naskar 20, Sujit Naskar 18).

Of those four, everyone’s favorite is Abhijit Sardar (aka Lalu).

Lalu’s mother was the only one who was assisted by the late Tapan Ghosh Babu.

And in the presence of today’s revered Tapan Ghosh Mahasaya, I went to the house of Prince Sardar Abhijit Dar to my mother.

I went and saw mother Tagore making Paramanna with a garland in the picture of the child in the child’s house and celebrating the child’s martyrdom day with sweets. I felt lucky to be present with him and tried to give him some financial support and comfort.

Then I went to Sonakhali where the people of Sonakhali have built a temple in the name of these 4 heroic Hindu martyrs.

I attended the ceremony and wished peace to the souls of the heroic martyrs through silence and to accept their ideals. Tears came to my eyes when I wore a garland in the picture of Hon’ble Tapan Kumar Ghosh Mahasaya. Then in 1946, Gopal Mukherjee, the Hindu protector of Calcutta, passed away on the 10th of February, so I laid a wreath at his picture and bowed down to seek his blessings. I finally returned home.

I think we have to take the responsibility of supporting the families of the former martyred warriors so that the Hindu warriors of Bengal can defend the religion with heroism in the future. As a result, the message can be given to the Hindu society that if you are a martyr for religion, your family will not perish. Someone in the heart of Bengal and Hindu comrades will still support your family to stand by your helpless family. Through my actions today, I want to encourage the Hindu community to stand by and cooperate with the families of the martyred Hindu warriors.

Except for Tapan Ghosh Babu for so many years.

Today I went to meet the mother of the first martyred Hindu hero Lalu Dada. He is really living in a rented house in a very helpless condition. If I had not seen the condition of the mother of a martyred Hindu hero with my own eyes, I might not have understood. His Holiness Gurudev Tapan Ghosh called a few days before he passed away and asked a local boy to see Lalu Dada’s mother. From that local youth I am Lalu Dada’s mother i.e. mother of Hindu hero is also my mother.

You support me and bless me so that I can do this work of the society selflessly🙏🙏🙏🙏🙏