প্রতি বছরের মতন এবারেও বুড়োরঘাট বজরঙ্গবলী মন্দিরের উদ্যোগে হনুমান জয়ন্তী উপলক্ষে তিন দিন ব্যাপী পূজার্চনা ও ধর্মসভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে হিন্দু মিলন সংঘ আমন্ত্রিত ছিল। এই অনুষ্ঠানে আশেপাশের গ্রাম থেকে বহু হিন্দু ভক্ত যোগদান করেন। তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শেষদিন ১৪ই এপ্রিল ধর্মসভা অনুষ্ঠিত হয়। সেই ধর্মসভায় ভাষণ দিলেন হিন্দু মিলন সংঘের সভাপতি শ্রী রাজকুমার সরদার।










জয়নগরে সঙ্কটমোচন বজরঙ্গবলী মন্দিরের উদ্যোগে শ্রীহনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত ধর্মসভায় হিন্দু মিলন সংঘের সভাপতি শ্রী রাজকুমার সরদারের অভিভাষণ। ১৪ এপ্রিল, ২০২৫
