হিন্দু দেবদেবী নিয়ে অশালীন পোস্ট করার প্রতিবাদ জানিয়ে কলিকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ নথিভুক্ত করেছিল এবং পরে লাল বাজারেও গিয়েছিল।কিন্তু লালবাজার থেকে তাকে বারইপুর ক্রাইম ব্রাঞ্চে যাওয়ার কথা বললেন তাই রাত্রে আমার অনুগামী পরম পূজ্য গুরুদেব তপনদার আদর্শের পথকে পাথেয় করলেন হিন্দু ধর্মযোদ্ধা বীরেশ্বর তরফদার নামের যুবক ।
তাই আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবোএই অভিযোগপত্রটি পাওয়ার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য।
হিন্দুধর্মকে তুচ্ছ-তাচ্ছিল্য-ব্যঙ্গ করে সেকুলার ও বামপন্থী মানসিকতার মানুষগুলো অর্থ উপার্জন এর পথ করে নিয়েছে । এদের থামানোর সময় এসে গেছে ।
আজ একটা কার্টুন-কান্ড নিয়ে একটা সম্প্রদায় সারা পৃথিবীকে বিশ্বযুদ্ধের প্রাঙ্গণে দাঁড় করিয়ে দিয়েছে । অথচ সেকুলার হিন্দু ( বলা ভাল কাপুরুষ ) হিন্দুরা নিজেদের ধর্মকেই অপমান করে উপার্জন করতে কুণ্ঠাবোধ নেই । সাহিত্যিক-লেখক-অভিনেতা-শিল্পী সকলেই । অথচ ওরা নিজেদের জায়গা থেকে বিতাড়িত হয়ে এসেছে বেশীরভাগ ।
এখনও সময় আছে নিজেদের অস্তিত্ব রক্ষা করার ।






#Beware_of_my_religion_in_Hindu_religion
He lodged a complaint with the Cyber Crime Division of the Calcutta Police against the indecent posting of a Hindu deity and later went to Lal Bazar. .
So I will request the police administration to take appropriate action after receiving this charge sheet.
People of secular and leftist mentality have taken the path of making money by making a mockery of Hinduism. It’s time to dump them.
Today, a community with a cartoon has made the whole world stand on the brink of world war. But secular Hindus (called good cowards) Hindus have no hesitation in earning by insulting their own religion. Literary-writers-actors-artists all. But most of them have been evicted from their places.
There is still time to defend themselves.
