১২ই এপ্রিল ২০২৫ সঙ্কটমোচন মহাবীর শ্রী শ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত বুড়োর ঘাটে সঙ্কটমোচন মহাবীর বজরংবলীর মন্দিরে পূজোর আয়োজন। আজ সকালে ১০৮ কলস গঙ্গাবারি সহযোগে শোভাযাত্রা সহযোগে বজরংবলির মন্দিরে বজরঙ্গবলীর বিগ্রহকে স্নান করানো হয়। এই অনুষ্ঠানে হিন্দু মিলন সংঘের কর্মীরা আমন্ত্রিত ছিলেন। হিন্দু মিলন সংঘের সভাপতি শ্রী রাজকুমার সরদার মহাশয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ও নেতৃত্ব দেন।




