২০ অক্টোবর ২০২০

#ধর্ম_বাঁচলে_দেশ_বাঁচবে

#ধর্মযোদ্ধা_বাঁচলে_ধর্ম_রক্ষা_পাবে

অত্যাচারিত হিন্দুদের প্রেরণা দিয়ে প্রতিরোধের পাঁচিল তৈরি করে হিন্দু ও হিন্দু ধর্ম রক্ষায় যুগপুরুষ পুজনীয় স্বর্গীয় তপন ঘোষ মহাশয়ের আবির্ভাব হয়েছিল ।

হিন্দু ধর্ম ও হিন্দু যুবকদের ভালোবেসে ভিন্নধর্ম থেকে আসা বোনেরা কোন দিনের জন্য তাদের ভিন্ন ধর্মের পিতৃগৃহে যেতে পারে না। কারণ হিন্দু ধর্মের ছেলের সাথে বিয়ে করা এবং হিন্দু ধর্ম গ্রহণ করার জন্য তাদের উপর ক্রুদ্ধ থাকেন ওই ভিন্নধর্মী পিতা-মাতারা। এরা ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই এরা ইসলামের শত্রু ইসলামিক ভাষায় এদেরকে মুরতাদ বলা হয়।তাই এই সকল বোনদেরকে পিতৃস্নেহ দিয়ে নিজের দায়িত্ব পালন করতেন পরম পূজ্য স্বর্গীয় তপন ঘোষ মহাশয়। কিন্তু আমার গুরুদেব তপন ঘোষ আর পৃথিবীতে নেই তিনি পরলোকগমন করেছেন। তাই উনার অবর্তমানে ওনার এই মৈত্রী মেয়েরা এবং নাতনিরা অসহায় বোধ করছেন।

এই মৈত্রী বোনেদের সংখ্যা অনেক ।

যতদিন উনি ছিলেন সকলকেই দূর্গা পুজোর সময় নতুন জামা কাপড় ও কাউকে কাউকে সামান্য কিছু অর্থও দিতেন ।

প্রায় চার মাস হতে চলল উনি পরমাত্মার সাথে বিলীন হয়ে গেছেন । তাই পরম পূজ্য গুরুদেব তপন দাদার অনুপস্থিতিতেই মৈত্রী বোনেরা তপন দাদা অভাব অনুভব করছে , ঠিক যেমন আমি এবং সকল হিন্দু ধর্মযোদ্ধারা অনুভব করছি।

তাই আমি এবছর আমার এলাকায় অর্থাৎ আমি যে সকল জায়গাগুলোতে পরম পূজ্য গুরুদেবের আদর্শ নিয়ে কাজ করে চলেছি 2008 সাল থেকে সেই সকল জায়গাগুলোতে যেসকল মৈত্রী বোনেরা থাকে তাদের কাছে আমি গিয়ে আমার সাধ্যমত পুজোর সময় একটি করে শাড়ি দিয়ে আসলাম। এবং প্রতিশ্রুতি দিয়ে এলাম বিপদে-আপদে আমার সাধ্যমত আমি পাশে দাঁড়াবো। আরো বলে এলাম এই যে যেহেতু গুরুদেব নেই অর্থাৎ তোমাদের বাবা নেই দাদু নেই তাই আমি তোমাদের দাদার মতন কর্তব্য পালন করব এবং তোমরা আমার বাড়িতে যাবে যেমন করে তোমরা তপন দাদার বাড়িতে যেতে।

বিভিন্ন জায়গায় আরো অনেক মৈত্রী বোন আছে যাদের কাছে আমি এখনো যেতে পারেনি, আগামী দিনে আমি তাদের কাছে যাবো কারণ ঠিক পুজোর সময় আমার শ্বশুরবাড়িতে শ্রাদ্ধক্রিয়া কার্য পড়ে গেছে।

পশ্চিমবঙ্গের ধর্মযোদ্ধাদেরও উনি সাহায্য করতেন ।

দেশ বিদেশের হিন্দুরা তপন ঘোষ বাবুর এই মহান কর্মের সমর্থনে আর্থিক সাহায্য করে আসছিলেন ।

আজ উনাদেরই আন্তরিক প্রচেষ্টায় এক নিষ্ঠাবান ধর্মযোদ্ধা হয়ে আমিও এই মহান কাজের ব্রতী হয়েছি।

এলাকায় মৈত্রী বোনেদের ও ধর্মযোদ্ধাদের গুরুদেব তপন ঘোষ মহাশয়ের কর্মের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি ।

এই মহৎ কর্মের সাথে যুক্ত সকলকেই আন্তরিক অভিনন্দন জানাই । আপনারা আশীর্বাদ করুন যেন আমি নিষ্ঠা সহকারে এই কর্তব্য পালন করতে পারি। 🙏🙏🙏🙏🙏

If religion survives, the country will survive

If the warrior survives, religion will be saved

Inspired by the oppressed Hindus, Tapan Ghosh Mahasaya appeared for the protection of Hinduism and Hinduism by building a wall of resistance.

Sisters from different religions who love Hinduism and Hindu youth can never go to their ancestral home of a different religion. Because those different parents are angry with them for marrying a Hindu boy and converting to Hinduism. Therefore, the revered heavenly Tapan Ghosh Mahasaya used to perform his duties with patriarchal affection to all these friends. But my Gurudev Tapan Ghosh is no more in the world, he has passed away. So in her absence these friendly daughters and granddaughters are feeling helpless.

There are many of these friendly sisters.

As long as he was there, he would give everyone new clothes and some money to some people during Durga Puja.

It has been almost four months since he disappeared with Paramatman. So in the absence of the most revered Gurudev Tapan Dada, the Maitri sisters are missing Tapan Dada, just as I and all Hindu religious warriors are feeling.

So this year I went to my area, that is, to all the places where I have been working with the ideal of Param Pujya Gurudev, since 2008 I went to all the friendly sisters in those places and came back with a sari as much as I could during Pujo. And I came with the promise that I would stand by my side in times of danger. I also said that since there is no Gurudev, that is, you have no father, no grandfather, so I will do my duty like your grandfather and you will go to my house as you go to Tapan grandfather’s house.

There are many more friendly sisters in different places whom I have not been able to visit yet, I will go to them the next day because the shraddha function has fallen at my father-in-law’s house just during Pujo.

He also helped the religious fighters of West Bengal.

Hindus at home and abroad have been financially supporting Tapan Ghosh Babu’s great work.

Today, I have become a devotee of this great work by becoming a devoted religious warrior through their sincere efforts.

I am trying to maintain the continuity of the work of Gurudev Tapan Ghosh Mahasaya of Maitri sisters and religious fighters in the area.

Congratulations to everyone involved in this great work. Bless you so that I may perform this duty faithfully. 🙏🙏🙏🙏🙏