পশ্চিমবঙ্গের মাটিতে আমার গুরুদেব পরম পূজ্য তপন ঘোষের নেতৃত্বে হিন্দু সংহতি গোটা পশ্চিমবঙ্গে হিন্দুত্বের আন্দোলনের আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন । 2017 সালের 14 ই ফেব্রুয়ারি ধর্মতলায় বিশাল হিন্দুত্বের জনজোয়ার দেখেছিলাম ।তপনদার মূল্যবান বক্তব্য শোনার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে হিন্দু যুবকদের আগমন হয়েছিল । সেই সময় দক্ষিণ 24 পরগনার বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে বীর যোদ্ধারা আসছিলেন তখন দক্ষিণ 24 পরগনার বারাইপুর থানা এবং সোনারপুর থানার মালঞ্চ এরিয়ার কাছে জেহাদী মুসলমানের আক্রমণ করেছিল। তপন ঘোষের ডাকে সাড়া দেওয়া যুবকদের গাড়ির উপরে বহু গাড়ি ভাঙচুর হয়েছিল এবং বহু যুবক আহত হয়েছিলেন এবং আপনাদের হয়তো মনে আছে মাননীয় তপনদা সেই সময় ওই 14 ই ফেব্রুয়ারির মঞ্চে ধর্মযোদ্ধা প্রদীপ মণ্ডলের হাত ভাঙ্গা এবং মাথা ফাটা অবস্থায় মঞ্চে তুলে মমতা ব্যানার্জির মুসলিম তোষণের তীব্র সমালোচনা করে ছিলেন।

পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত গাড়ি সারানোর থেকে শুরু করে আহত যুবকদের চিকিৎসা এবং 12 জন যুবক যারা কেস খেয়েছিল সোনারপুর থানা তে তাদের জামিন সবকিছুই বহন করেছিলেন মাননীয় তপন ঘোষ মহাশয় ।

আমি সেই সময় দক্ষিণ 24 পরগনার দায়িত্বে ছিলাম আমিও তপনদার সঙ্গে এই সকল হিন্দু ধর্মযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছিলাম তপন বাবুর নির্দেশ মত। সেই কেস এখনও পর্যন্ত বারুইপুর কোর্টে বিচারাধীন । বর্তমানে তপনদা পরলোকগমন করেছেন । কিন্তু এই কেসের দায়িত্ব কেউ নেয় নি কিন্তু আমি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারছি না এবং কখনও এড়িয়ে যাইনি তাই আমি এই যুবকদের পাশে ছিলাম এবং আছি । তাই এ বছর দুর্গা পুজোর সময় এই সকল পরিবারের সঙ্গে আমি দেখা করি এবং তাদের আশস্ত করি যে তপনদা নেই কিন্তু তোমরা চিন্তা করবে না তোমাদের পাশে আমি আছি কেসের দায়িত্ব আমি নিয়েছিলাম এবং এখনও নেব এই সকল বীর যুবকেরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল ।

তপন দাদাকে বিদেশে যে সকল বন্ধুরা আর্থিক সহযোগিতা এবং প্রশাসনিক সহযোগিতা করতেন তাদের কয়েকজনের অল্প কিছু সহযোগীতার মধ্য দিয়ে আমি একটি করে শাড়ি এইসকল যুবকদের পরিবারের হাতে তুলে দিলাম লকডাউন এর হিন্দু বীর যোদ্ধাদের পরিবারের মুখে সামান্য হাসি ফোটানোর জন্য।

তাই আমার বিদেশি হিন্দুত্ববাদী বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ আমাকে সহযোগিতা করার জন্য। ভবিষ্যতে যাতে আমি নিষ্ঠার সাথে আরো বেশি করে ধর্মের করতে পারি । পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের হিন্দুদের কাছে প্রার্থনা করি আপনারা এই মহত কর্মে আন্তরিকভাবে যুক্ত হয়ে আমাদের উৎসাহিত করুন।

ধর্ম বাঁচলে দেশ বাঁচবে

ধর্মযোদ্ধা বাঁচলে ধর্ম রক্ষা পাবে

🙏
🙏
🙏
🙏
🙏

This message is intended for Hindutva friends

On the soil of West Bengal, my Gurudev, under the leadership of Param Pujya Tapan Ghosh, sparked the Hindu solidarity movement in the whole of West Bengal. On 14th February 2017, I saw a huge tide of Hindutva in Dharmatala. Hindu youths came from different parts of West Bengal to listen to Tapandar’s valuable speeches. At that time, brave warriors were coming from different villages of South 24 Parganas. Many vehicles were vandalized and many youths were injured in response to Tapan Ghosh’s call and you may remember that Hon’ble Tapanada was on the stage on 14th February when he broke the hand of the warrior Pradeep Mandal and raised his head with his head torn. .

Later, Hon’ble Tapan Ghosh Mahasaya carried everything from repairing the damaged vehicles to treatment of the injured youths and their bail to the 12 youths who took up the case at Sonarpur Police Station.

I was in charge of South 24 Parganas at that time. I also stood by Tapandar and cooperated with all these Hindu warriors as directed by Tapan Babu. The case is still pending in Baruipur court. At present Tapanada has passed away. But no one took responsibility for this case but I could not avoid this responsibility and never avoided so I was and am by the side of these young men. So this year during Durga Pujo I meet all these families and reassure them that there is no Tapanada but don’t worry I am by your side I have taken charge of the case and I will still take it. All these brave young men breathed a sigh of relief.

With the help of a few of the friends who helped Tapan Dada financially and administratively abroad, I handed over a sari to the families of these young men one by one to put a smile on the faces of the families of the Hindu heroes of Lockdown.

So I am grateful to my foreign Hindutva friends for cooperating with me. In the future so that I can do more and more religion with devotion. I pray to the Hindus of West Bengal and India to join us in this great work and encourage us.

If religion survives, the country will survive

If the religious warrior survives, religion will be saved

🙏
🙏
🙏
🙏
🙏