দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাটের হোটরে রামনবমী উদ্‌যাপন উৎসবে ভাষণ দিলেন হিন্দু মিলন সংঘের সভাপতি মাননীয় রাজকুমার সরদার

মর্যাদাপুরুষোত্তম শ্রীশ্রীরামচন্দ্রের পূণ্যাবির্ভাব তিথি উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট থানার অন্তর্গত হোটর স্টেশনের নিকটস্থ শ্রীশ্রীরামমন্দিরে অনুষ্ঠিত অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলা ১৫, ১৬ ১৭ ও ১৮ই চৈত্র ১৪২৯ সাল (ইং ৩০, ৩১ মার্চ, ১ ও ২এপ্রিল ২০২৩ বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার একগুচ্ছ কার্যক্রমের ব্যবস্থা ছিল (গঙ্গাবারী আনয়ন, পূজাপাঠ, শোভাযাত্রা সহকারে নগর পরিক্রমা, হিন্দু ধর্মসভা ও দুই দিন ব্যাপী কীর্তন গান)

হিন্দু ধর্মসভাতে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘের পূজনীয় মহারাজরা, হিন্দু মিলন সংঘের উপদেষ্টা মাননীয় তপন বিশ্বাস মহাশয় ও হিন্দু মিলন সংঘের সভাপতি রাজকুমার সরদার মহাশয়।