হিন্দুর প্রেরণা পুরুষ তথা পরমপূজ্য স্বর্গীয় তপন ঘোষ মহাশয়ের আদর্শকে অনুসরণ করে “হিন্দু মিলন সংঘ” তার ভবিষ্যৎ দিনের পথ চলা শুরু করলো।
রাজনীতি প্রিয় হিন্দুরা রাজনৈতিক কারণে বিভাজিত। হিন্দু আজ তৃণমূলের হিন্দু, বিজেপির হিন্দু, সিপিএমের হিন্দু, কংগ্রেসের হিন্দু বলে বিভাজনের দ্বারা পরিচিত। গ্রাম থেকে শহর সর্বত্রই একই চিত্র। কোথাও বা হিন্দু হিন্দুর শত্রু, ঝগড়াঝাটি, খুন-জখম, মারামারি একই গ্রামে বাস করেও নিজেদের মধ্যে কথা নেই, নিমন্ত্রণ রক্ষা নেই , হিন্দু হিন্দুর বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা নেই। বিভাজিত হিন্দু সম্প্রদায় পরিকল্পনার শিকার! পূর্বের জাতিগত বিভাজন এখন রাজনৈতিক বিভাজন রূপে প্রকট হয়েছে। এই কারণেই হিন্দু সমাজ ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে উঠেছে। আজ হিন্দুদের এই দুর্বলতার সুযোগ নিয়ে এই হিন্দু বিদ্বেষীরা সুযোগসন্ধানীর ন্যায় নিজেদের কাজে লাগিয়ে নিজেদের প্রভাব বিস্তার করে চলেছে। ভোট-পরবর্তী হিংসায় তার ব্যতিক্রম ঘটেনি। তাই “হিন্দু মিলন সংঘ” গ্রাম্ ও শহরতলীতে জাতিগত ও রাজনৈতিকভাবে বিভাজিত হিন্দুদেরকে সঙ্ঘবদ্ধ করার সংকল্প গ্রহণ করেছে।
তাই আজ সোমবার জন্মাষ্টমীর পবিত্র লগ্নে হাওড়া জেলার শ্যামপুর থানার দানপতিয়া গ্রামে জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের পূজা আরাধনা, নগর সংকীর্তন ও প্রায় আড়াই হাজার হিন্দুর নরনারায়ন সেবা এবং চারশো গৃহকর্তার মধ্যে পবিত্র গ্রন্থ গীতা ও তুলসী চারা প্রদানের মাধ্যমে হিন্দুদের সঙ্ঘবদ্ধ শক্তি গড়ার লক্ষ্যে হিন্দুর মিলন ঘটিয়ে “হিন্দু মিলন সংঘে”র শুভ সূচনা করা হলো।
“হিন্দু মিলন সংঘ” তার ভবিষ্যৎ এই মহান কর্মকাণ্ডে আপামর রাজনৈতিক দল-মত নির্বিশেষে সকল হিন্দুর আন্তরিক সহযোগিতা কামনা করে। হিন্দু মিলন সংঘে যোগদান এবং সহযোগিতা একান্ত কাম্য।





























“Hindu Milon Sangha” debuts on the auspicious occasion of Happy Janmashtami
Following the ideals of the Hindu-inspired man, the revered heavenly Tapan Ghosh Mahasaya, the “Hindu Milon Sangha” began its future.
Politics Dear Hindus are divided for political reasons. Hindus today are known by the division as Trinamool Hindus, BJP Hindus, CPM Hindus, Congress Hindus. The same picture is everywhere from village to town. Somewhere or other Hindus are enemies of Hindus, quarrels, murders, injuries, fights. Divided Hindu community is the victim of the plan! The former racial divisions have now manifested themselves as political divisions. This is why Hindu society has become weaker and weaker. Today, taking advantage of this weakness of the Hindus, these Hindu haters are using the opportunity to influence themselves. Post-poll violence was no exception. Therefore, the “Hindu Milon Sangha” has decided to unite the ethnically and politically divided Hindus in the villages and suburbs.
So today, on the holy day of Janmashtami, in the village of Danpatia in Shampur police station of Howrah district, on the occasion of Janmashtami, worship of Lord Krishna, Nagar Sankirtan and Naranarayana service of about two and a half thousand Hindus and the holy book Gita and Tulsi saplings A good start to the union.
The “Hindu Milon Sangha” seeks the sincere cooperation of all Hindus, irrespective of their political affiliation, in this great cause of its future. Joining and cooperating in Hindu Milon Sangha is highly desirable.
