গতকাল ২৩/১০/২০২৩ মহা নবমীর দিন দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানার অন্তর্গত কৃষ্ণরামপুর গ্রামে, দুর্গা পুজোতে হিন্দু মিলন সংঘের উদ্যোগে, গরীব দুঃস্থ হিন্দুদের এবং বাচ্চাদের বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু মিলন সংঘের সভাপতি রাজকুমার সরদার মহাশয় এবং উপস্থিত ছিলেন হিন্দু মিলন সংঘের সম্পাদক সংলাপ হালদার মহাশয়।
বস্ত্র বিতরণের আগে আমরা এই দুর্গাপুজো করি কেন এবং এই দুর্গা পুজোতে আমাদের কি শিক্ষা নেয়া উচিত সেই নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রাজকুমার সরদার মহাশয়।।
























শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন সকল সনাতনী হিন্দুদের, হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে।।
