১৬ ই আগস্ট বুধবার ২০২৩ হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে ১৯৪৬ এর হিন্দু রক্ষাকর্তা হিন্দু বীর গোপাল পাঁঠা(মুখার্জী) মহাশয়ের শ্রদ্ধাঞ্জলি ও প্রত্যক্ষ সংগ্রাম দিবস স্মরণ সভা। ।।
হিন্দু ধর্মযোদ্ধাদের প্রথম প্রদর্শক পরম পূজ্য মাননীয় তপন ঘোষ মহাশয় এর আদর্শে তৈরি হিন্দু মিলন সংঘ। গুরুর আদর্শ অনুসরণ করে অর্থাভাবগ্রস্ত হয়েও মনোবল না হারিয়ে সমাজের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নতুন উদ্যম নিয়ে হিন্দু মিলন সংঘের কার্যকর্তাদের উদ্যোগে হিন্দু মিলন সংঘ এগিয়ে চলার অঙ্গীকার বদ্ধ হয়ে এই সভা সাফল্যমন্ডিত করেছেন।
মাত্র দুই বছর আগে জন্মাষ্টমীর দিন হিন্দু মিলন সংঘ আত্মপ্রকাশ করেই গ্রামগঞ্জে বিধর্মী দ্বারা অত্যাচারিত নিপীড়িত লাঞ্ছিত হিন্দু পাশে দাঁড়িয়ে লড়াইয়ের প্রেরণা যুগিয়ে চলেছে।
১৯৪৬ এর হিন্দুরক্ষক গোপাল মুখার্জীকে হিন্দুরা বিস্মৃত হয়েছিল সেই স্মৃতি নতুন করে ২০১৩ সালে ভারতসভা হলে তপন ঘোষ মহাশয় আমাদের স্মরণ করিয়ে দেন । আজ সারা ভারতের হিন্দুরা গোপাল পাঁঠা নামটা জেনে গিয়েছেন ।
সেই পরম্পরা ধরে রাখার জন্য হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার লক্ষ্মীকান্তপুরের ওয়েলকাম গেস্ট হাউসে গোপাল মুখার্জীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।















সভা মঙ্গলদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রবীণ সন্ন্যাসী পূজ্যপাত স্বামী আধ্যাত্মানন্দ মহারাজ।
মা কালী, ভারত মাতা, গোপাল মুখার্জী ও পরমপুচ্ছ মাননীয় তপন ঘোষ মহাশয়ের ছবিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন হিন্দু মিলন সংঘের সভাপতি রাজকুমার সরদার মহাশয় ও উপস্থিত অতিথিবর্গ এবং নেতৃত্ববর্গরা।
সভা সঞ্চালন করেন হিন্দু মিলন সংঘের উপদেষ্টা মাননীয় তপন বিশ্বাস মহাশয়(বিশিষ্ট আইনজীবী ডায়মন্ড হারবার কোর্ট)।
বক্তা :- স্বাগত ভাষণ দেন সবার সভাপতি বঙ্কিম হালদার মহাশয় (অবসরপ্রাপ্ত শিক্ষক)।প্রধান অতিথি শ্রীমৎ স্বামী আধ্যাত্মানন্দ মহারাজ (ভারত সেবাশ্রম সঙ্ঘ)। নকুল সরদার মহাশয় (অবসরপ্রাপ্ত ফু কর্পোরেশন অফিসার)। মূল্যবান বক্তব্য রাখেন হিন্দু মিলন সংঘের সম্পাদক উত্তরবঙ্গ অভিজিৎ বাইন মহাশয়।
পরম পূজ্য মাননীয় তপন ঘোষ মহাশয় আদর্শে আদর্শিত হিন্দু মিলন সংঘের সভাপতি রাজকুমার সরদার মহাশয়ের জ্বালাময়ী ভাষণ সভাস্থলকে মুখরিত করে তুলেছিল হাততালি,জয় মা কালী, হর হর মহাদেব, ভারতমাতা কি জয় এবং জয় শ্রীরাম স্লোগানে।
জয় মা কালী।
হর হর মহাদেব।
তপন ঘোষ জিন্দাবাদ।

