2.7 C
London
Thursday, January 29, 2026

মহাসমারোহে ভগবান্ শ্রীরামচন্দ্রের আবির্ভাবতিথি রামনবমী পালন করল হিন্দু মিলন সংঘ

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

গত ৬ এপ্রিল, ২০২৫ হিন্দু মিলন সংঘের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত পুনপুয়া হিন্দু মিলন মন্দিরে ভগবান্ শ্রীরামচন্দ্রের জন্মতিথি মহাসমারোহে পালিত হলো। সকালে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে মাতৃমণ্ডলী ও তরুণদল মিলে শোভাযাত্রা করে শ্রীরামচন্দ্র ও শ্রীহনুমানের বিগ্রহ মণ্ডপে আনা হয়। যাতায়াতের পথে এই শোভাযাত্রা বিভিন্ন গ্রামে দশ কিলোমিটার পথ পরিভ্রমণ করে। চারপাশ থেকে মায়েরা শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানান।

তারপরে বর্তমান সময়ে হিন্দুদের কর্তব্য নিয়ে ধর্মসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হিন্দু মিলন সংঘের সভাপতি শ্রী রাজকুমার সরদার মহাশয়, সহ-সভাপতি শ্রী শঙ্কর সরদার মহাশয়, সম্পাদক শ্রী সংলাপ হালদার, কলকাতা হাইকোর্টের আইনজীবী শ্রী সুমন গায়েন সহ আরও বিশিষ্টজন। সভায় রামজন্মভূমি মুক্তি আন্দোলনের প্রবীণ কর্মীদের সম্বর্ধনা জানানো হয়। সভায় উপস্থিত জনতাকে খিচুড়ি ভোগ খাওয়ানোর ব্যবস্থা ছিল।

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here