হিন্দু মিলন সংঘের উদ্যোগে রাম মন্দির নির্মাণে স্থানীয় কর্মীদের প্রচেষ্টায় একধাপ এগিয়ে গেল মন্দির নির্মাণকার্য।

তখন নব্বই এর দশক যখন সারা ভারত রাম মন্দির আন্দোলনে মুখর। ঠিক তখনই ঘটে গেল কাশ্মীরী পণ্ডিতদের অমানবিক অত্যাচার ও বিতাড়ন । সমগ্র ভারতের হিন্দুদের কাছে অজানা থেকে গেল । কারণ তখন স্যোশাল মিডিয়া ছিল না । আর ভারতবর্ষের সংবাদ মাধ্যম খবরটা গোপন করল।

কিন্তু যখন থেকেই স্যোশাল মিডিয়া এসেছে তখন থেকেই সংবাদ মাধ্যমের গুরুত্ব কমতে শুরু করেছে ।

তাই তো আজ গুগল সার্চ করেই প্রায় সবকিছুই অবগত করছি।

ভারতবর্ষের প্রতিটি জায়গাতেই যেন হিন্দু সংখ্যা ক্রমশঃ হ্রাস হচ্ছে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়।

গুগল সার্চ করলে পশ্চিমবঙ্গের কতগুলো জেলায় হিন্দু জনসংখ্যা হ্রাস হচ্ছে তার পরিষ্কার চিত্র সহজেই পাওয়া যাবে । তা সত্বেও হিন্দুরা নির্বিকার কেন ?

কারণ দীর্ঘকাল বামপন্থী শাসন পশ্চিমবঙ্গের হিন্দুদের নির্লিপ্ত করে তুলেছে। কোনকিছুতেই প্রতিক্রিয়া নেই ।

ঘুমন্ত হিন্দুদের জাগ্রত করার অনেক প্রচেষ্টাই করে গেছেন হিন্দু ধর্মযোদ্ধাদের পথপ্রদর্শক আমার গুরুদেব পরম পূজ্য তপন ঘোষ মহাশয় ।

সেই চেষ্টাই হিন্দু মিলন সংঘ অব্যাহত রাখার প্রয়াস করছে।

দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর থানার অন্তর্গত রাজপুর গ্রামে স্থানীয় হিন্দুদের সাহায্যে একটি রাম মন্দির নবনির্মাণ হচ্ছে। এই মন্দির নির্মাণ ও হিন্দুদের ধর্মীয় চেতনা জাগরণের এক মহৎ প্রচেষ্টায় নিয়োজিত হিন্দু মিলন সংঘ।

এলাকার দারিদ্রসীমার নীচে থাকা হিন্দুদের ও অনাথ হিন্দুদের শিক্ষা দান ও ধর্মীয় শিক্ষা দান দিয়ে শুরু করে ক্রমশঃ গুরুকুলের আদর্শে একটি স্কুল করার প্রচেষ্টায় ব্রতী হিন্দু মিলন সংঘ ।

সমাজ রক্ষায় সমাজের ভূমিকাও অনস্বীকার্য ।

Hindu Milan sangha.

Central Bank of India.

A/C:- 5240464359

IFSC CODE:-0282640

Phonepe :-9883791011

#RamMandir